ঢাকা, শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬

আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিকে চিঠি বিসিবির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ২৩ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

আইসিসির স্বাধীন কমিটিতে আবারও ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে চিঠি দিয়েছে বিসিবি।

শুক্রবার দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেন্যু পরিবর্তনের অনুরোধটি ডিআরসিতে পাঠাতে আইসিসির কাছে বিসিবি আরেকটি চিঠি দিয়েছে।

বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, আশা ছাড়ছেন না তারা। বিষয়টি নিয়ে আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। তাতে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবি জানিয়ে বিষয়টি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত কমিটিতে (ডিআরসি) পাঠানোর অনুরোধও করা হয়েছে।

আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সুরাহা করে। আইসিসির ওই কমিটি একটি স্বাধীন সালিশি সংস্থা- যা আইসিসি, সদস্য বোর্ড, খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করে। সাধারণত অভ্যন্তরীণ সব প্রক্রিয়া শেষ হয়ে গেলে এই কমিটি হস্তক্ষেপ করে। 

বিসিবির আশা, আইসিসি তাদের অনুরোধে সাড়া দিয়ে ভেন্যু পরিবর্তনের দাবি ওই কমিটি (ডিআরসি) তে পাঠাবে।

বুধবার বোর্ড সভার পর বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করে টুর্নামেন্টের সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় আইসিসি। পাশাপাশি, বাংলাদেশ দল টুর্নামেন্ট খেলতে ভারতে যাবে কিনা—সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে বিসিবিকে ২৪ ঘণ্টার সময়সীমাও বেঁধে দেয়।

এরপর বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দেন, ভারতে কোনোভাবেই বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। 

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, তারা লড়াই চালিয়ে যাবেন। ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ সেটারই অংশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি