ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

তাসকিন বাদ পড়ার নেপথ্যে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৭, ২০ মে ২০১৮

Ekushey Television Ltd.

চোট ও পারফরম্যান্স দুই-ই তাসকিনকে বাদ পড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ্য করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি দল ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, প্রতিটি সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি সিরিজে কিন্তু র‌্যাঙ্কিংয়ে আমার অনেকটা পিছিয়ে আছি। আমাদের সেরা দলটা তাই পাঠানোর চিন্তা করেছি। সামনে ওয়েস্ট ইন্ডিজ সফরও আছে। ওখানেও টি-টোয়েন্টি আছে। চেষ্টা করেছি আমাদের সম্ভাব্য সেরা দলটা গঠন করতে। নিদাহাস ট্রফির পর টি-টোয়েন্টি দল আমরা অনেকটা পেয়ে গেছি। কিছুদিন আগেও এ সংস্করণে অনেক পিছিয়ে ছিলাম। এখন বুঝতে পেরেছি আমাদের শক্তির জায়গাগুলো কোথায়। এ কারণে খুব বেশি পরিবর্তনে যাইনি।

এর আগে পিঠের চোটে পড়া তাসকিন নিজেই জানিয়েছিলেন, তিনি শতভাগ ফিট নন। আপাতত তাঁর সব মনোযোগ পুনর্বাসন-প্রক্রিয়াতেই। নিদাহাস ট্রফিতে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়ে ১১.৩৩ ইকোনমিতে উইকেট পেয়েছিলেন মাত্র দুটি। 

উল্লেখ্য, তাসকিন আহমেদ বিসিবির চুক্তি থেকে গত মাসে বাদ পড়েছেন।এবার বাদা পড়লেন জাতীয় দল থেকে। 

এমএইচ/  এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি