ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

তিন দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১৭ জুন ২০১৭ | আপডেট: ১৬:২০, ১৭ জুন ২০১৭

Ekushey Television Ltd.

তিন দিনের সরকারি সফর শেষে সুইডেন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্টকহোম থেকে লন্ডন হয়ে শনিবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে এসময় উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। স্টকহোমের আরল্যান্ডা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার। সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের আমন্ত্রণে এটি ছিলো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর প্রথম দ্বি-পক্ষীয় সরকারি সফর। সফরে তিনি দেশটির রাজা কার্ল ষষ্ঠদশ গুস্তাভের সঙ্গে বৈঠক করেন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি