ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

তুরস্ক সরকারের মানহানির অভিযোগে প্রায় দুই হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা তুলে নেয়ার ঘোষণা

প্রকাশিত : ১১:১০, ৩০ জুলাই ২০১৬ | আপডেট: ১১:১০, ৩০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

তুরস্ক সরকারের মানহানির অভিযোগে প্রায় দুই হাজার ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা সব ধরনের মামলা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোগান। সেনা অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পর জাতীয় ঐক্যের স্বার্থে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। এ’সময় পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন তিনি। এরআগে সেনা অভ্যুত্থানকারীদের সমর্থন জানিয়ে কথা বলেন মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা জোসেফ ভোটেল। সেনা কর্মকর্তাদের সাজা দিলে দুই দেশের সামরিক সম্পর্কের অবনতি হতে পারে বলেও হুঁশিয়ার করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি