ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

তুরস্কে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫৩

প্রকাশিত : ১৮:৩৯, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৩৯, ২২ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

তুরস্কের গাজিয়ান্তেপে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫৩ জনের অধিকাংশই শিশু কিশোর বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। আর প্রসিডেন্ট তায়িপ এরদোয়ান জানিয়েছেন আত্মঘাতী হামলাকারীও ১২ থেকে ১৪ বছর বয়সী এক কিশোর। হামলার জন্য আইএসকে দায়ী করেছেন তিনি। হামলায় নিহত ৫৩ জনের মধ্যে ২৯ জনের বয়স ১৮ বছরের নীচে। যার মধ্যে ২২ জনই শিশু। স্থানীয় সময় শনিবার রাতে সিরিয়ার সীমান্তবর্তী শহরটিতে একটি কুর্দি পরিবারের বিয়ের অনুূষ্ঠানে এ হামলা চালানো হয়। গাজিয়ান্তেপের আশেপাশে আইএস’র শক্তিশালী অবস্থান রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি