ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

তুরস্কে এখনও প্রভাবশালী কামাল আতাতুর্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ১৬ নভেম্বর ২০১৮

প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান ক্ষমতায় আসার পর দেশটির প্রথম রাষ্ট্রপতি মুস্তফা কামাল আতাতুর্কের প্রভাব কমে গেছে বলে মনে করা হয়। কিন্তু আতাতুর্কের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এখনো তুর্কিদের প্রাত্যহিক জীবনের অংশ৷

ডয়চে ভেলের ব্র্যাডলি সেকের ২০১২ সাল থেকে তুরস্কে কাজ করছেন৷ পুরো তুরস্ক প্রায় চষে বেড়িয়েছেন তিনি৷ ইজমির থেকে বিমানবন্দর পর্যন্ত মুস্তফা কামাল আতাতুর্কের এই বিশাল প্রতিকৃতি কারো নজর এড়ায় না৷

ইস্তান্বুলে কামাল আতাতুর্কের বাড়িটি এখন একটি জাদুঘর৷ সেখানে তার মোমের মূর্তি রয়েছে, সেনাবাহিনীর পোশাকে, বসে আছেন একটি ডেস্কে৷

ইস্তান্বুলের উত্তরাঞ্চলে লেভেন্ত এলাকায় এক ভাস্কর কামাল আতাতুর্কের ভাস্কর্য তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছেন৷ এটিকে রাখা হবে একটি স্কুলের খেলার মাঠে৷

প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি’র সমাবেশে এক ব্যক্তিকে দেখা গেল কামাল আতাতুর্কের হয়ে সমর্থন জানাতে৷ তার পরনে ছিল আতাতুর্কের ছবি সম্বলিত টাই৷

ইস্তান্বুলের সমুদ্র উপকূলবর্তী এলাকা, যেটি পর্যটকদের আকর্ষণ কেন্দ্র, সেখানে আতাতুর্কের একটি ভাস্কর্য রয়েছে৷ ভাস্কর্যটি দেখলে মনে হয় তিনি বসফরাস প্রণালীর দিকে তাকিয়ে রয়েছেন৷

তুরস্কের পূর্বাঞ্চলে তুরস্ক-জর্জিয়ার যে সীমান্ত রয়েছে, সেখান থেকে গাড়িতে অল্প দূরত্বে আতাতুর্ক গ্রাম৷ প্রতিবছর একটি মাসে এখানকার একটি উপত্যকায় সূর্যাস্তের সময় আতাতুর্কের ছায়া ফুটিয়ে তোলা হয়৷ এতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে৷

এরদোগানের সাবেক ফুটবল ক্লাব কাসিমপাশায় তুরস্কের পতাকার নীচে কামাল আতাতুর্ক ও এরদোগানের প্রতিকৃতি পাশাপাশি রাখা হয়েছে।

তথ্যসূত্র : ডয়েচে ভেলে

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি