ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

তুরস্কে বর্ষবরণ অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা, নিহত ৩৫, আহত ৪০

প্রকাশিত : ১৫:১৬, ১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:১৬, ১ জানুয়ারি ২০১৭

তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে বর্ষবরণের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। আহতদের কাছের একটি হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বেসিকতাস এলাকার রেইনা নাইটক্লাবে নববর্ষ উদযাপনে জড়ো হয়েছিলো প্রায় সাতশ’ মানুষ। ইস্তাম্বুলের গভর্ণর জানান,  স্থানীয় সময় রাত দেড় টার দিকে এক সন্ত্রাসীর  এলোপাতাড়ি গুলিতে হতাহতের ওই ঘটনা ঘটে। ওই সন্ত্রাসী সান্তা ক্লজের বেশে হামলা চালায়।  এখনো কোন সংগঠন  হামলার দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে জঙ্গি সংগঠন আইএস অথবা কুর্দি বিদ্রোহীরা হামলার সাথে জড়িত। কড়া নিরাপত্তার মধ্যে কিভাবে ভয়াবহ এ হামলা চালানো হলো তা খতিয়ে দেখছে পুলিশ।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি