ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

তুরস্কে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত

প্রকাশিত : ১১:০৪, ২১ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:০৪, ২১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

তুরস্কের দক্ষিণাঞ্চলে গাজিয়ান্তেপ শহরে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে একশরও বেশি মানুষ। স্থানীয় সময় শনিবার রাতে সিরিয়া সীমান্তবর্তী শহরটিতে এ হামলা হয়। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে অনেকেই সেখানে জড়ো হয়েছিল। একে সন্ত্রাসী হামলা বলছে তুর্কি কর্তৃপক্ষ। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে তুর্কি কর্তৃপক্ষের ধারণা আইএস অথবা বিচ্ছিন্নতাবাদী কুর্দি যোদ্ধারা হামলার সাথে জড়িত থাকতে পারে। এরআগে গত জুনে ইস্তাম্বুল বিমানবন্দরে হামলায় নিহত হয় ৪৪ জন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি