ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইবির সমঝোতা চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ২৭ আগস্ট ২০১৯ | আপডেট: ২৩:১৬, ২৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভাকক্ষে ইরাসমাস মোবিলিটি প্রোগ্রাম শেষে এ সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়।

তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের ইরাসমাস অফিসের প্রধান ড. শোয়াইব তুরান ইবির সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। ইরাসমাস মোবিলিটি প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং আহবায়ক হিসেবে বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এ্যাফেয়ার্স সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান।

অনুষ্ঠানে তুরষ্কের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ড. শোয়াইব তুরান, ড. বুরাক কেসিন, ড. এফেহান উলাস, সেরকান কোলডাস।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি