ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ত্রাণ বিতরণ করলো হুয়াওয়ে

প্রকাশিত : ১৮:১৭, ৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়ায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। সোমবার নাটোরের সিংড়ায় এক অনুষ্ঠানে দরিদ্র মানুষের হাতে ত্রাণ তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় হুয়াওয়েকে ধন্যবাদ। সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে নাটোরের সিংড়ায় দরিদ্র মানুষদের সহায়তা করছে হুয়াওয়ে। আমি সব সময় এ ধরণের কার্যক্রমকে উৎসাহিত করি। হুয়াওয়ের মতো অন্যান্য কোম্পানিগুলোকেও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসা উচিৎ।

এ বছর ত্রাণ হিসেবে নাটোরের সিংড়ায় দুস্থ্য মানুষদের মাঝে কাপড় (শাড়ি) বিতরণ করেছে হুয়াওয়ে। এ সময় হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি