ত্রাণ বিতরণ করলো হুয়াওয়ে
প্রকাশিত : ১৮:১৭, ৩ জুন ২০১৯

নাটোরের সিংড়ায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। সোমবার নাটোরের সিংড়ায় এক অনুষ্ঠানে দরিদ্র মানুষের হাতে ত্রাণ তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় হুয়াওয়েকে ধন্যবাদ। সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে নাটোরের সিংড়ায় দরিদ্র মানুষদের সহায়তা করছে হুয়াওয়ে। আমি সব সময় এ ধরণের কার্যক্রমকে উৎসাহিত করি। হুয়াওয়ের মতো অন্যান্য কোম্পানিগুলোকেও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসা উচিৎ।
এ বছর ত্রাণ হিসেবে নাটোরের সিংড়ায় দুস্থ্য মানুষদের মাঝে কাপড় (শাড়ি) বিতরণ করেছে হুয়াওয়ে। এ সময় হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএস/আরকে
আরও পড়ুন