ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৮০০ কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৪, ২০ জুন ২০২২

Ekushey Television Ltd.

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গণ্যমান্যদের জন্য উপহার হিসেবে আম্রপালিসহ বিভিন্ন জাতের ৮০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৬০টি কার্টনে করে আমগুলো ত্রিপুরায় পাঠানো হয়। আখাউড়া স্থলবন্দরের শূণ্যরেখায় আমগুলো গ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থ সহকারী হাই-কমিশনার আরিফ মোহাম্মদ। আমগুলো পাঠানোর ক্ষেত্রে আখাউড়া স্থলবন্দরের সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল কাস্টমসসহ সকল কার্যক্রম সম্পন্ন করেছে।

আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাই-কমিশনার আরিফ মোহাম্মদ জানান, প্রতিবছরই প্রধানমন্ত্রী এমন উপহার পাঠিয়ে থাকেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আত্মিক সম্পর্কেরই নিদর্শন এটি। এতে করে বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরো দৃঢগতি হবে বলে করি। এর আগে রোববার রাতে আমবোঝাই পিকআপ ভ্যান আগরতলা স্থলবন্দরে এসে পৌঁছে। আমগুলো সহকারী হাই-কমিশনার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্যের গণমান্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেবেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি