ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

দখলে থাকা প্রায় ১২ শতাংশ এলাকা হারিয়েছে জঙ্গি গোষ্ঠি আইএস

প্রকাশিত : ১৭:২২, ১১ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:২২, ১১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

গত ছয় মাসে ইরাক ও সিরিয়ায় নিজেদের দখলে থাকা প্রায় ১২ শতাংশ এলাকা হারিয়েছে জঙ্গি গোষ্ঠি আইএস। ব্রিটিশ গবেষণা সংস্থা আই-এইচ-এস এর প্রতিবেদনে এ’তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত দেড় বছরে ইরাক ও সিরিয়ায় নিয়ন্ত্রণে থাকা এক-চতুর্থাংশ এলাকা হারিয়েছে সংগঠনটি। ২০১৫ সালে আইএস তার দখলে থাকা প্রায় ১৪ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছিলো। ২০১৬ সালের প্রথম ছয় মাসেই ১২ শতাংশ এলাকার দখল হারিয়েছে জঙ্গি গোষ্ঠীটি। এখন আইএসের হাতে ইরাক ও সিরিয়ার ৬৮ হাজার তিনশ’ বর্গকিলোমিটার এলাকার দখল রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি