ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

দল জিতলে শাহবাজই ফের প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ১৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের জাতীয় নির্বাচনে জয় লাভ করলে শাহবাজ শরীফই ফের দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি। তবে দলীয় সদস্যদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও যোগ করেন তিনি। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

গত বছর জুলাই মাসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট পিএমএল-এন’র প্রতিষ্ঠাতা নওয়াজ শরিফকে দলীয় প্রধান হিসেবে অযোগ্য ঘোষণা করেন। একইসঙ্গে তিনি আর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন না বলেও রায় আসে। এর পরই দলীয় প্রধান হিসেবে নওয়াজের স্থলাভিষিক্ত হয়েছেন তার ভাই শাহবাজ শরিফ। তবে এরইমধ্যে দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে কোন্দল তৈরি হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

নির্বাচনের পর জোট সরকার গঠন নিয়ে ডনের পক্ষ থেকে প্রশ্ন করা হলে আব্বাসি বলেন, ‘২০০৮ সালে পিপিপির সঙ্গে করা জোট এক মাসও টেকেনি। একটি সফল ও সক্রিয় জোট সরকারের বিষয়টি নেতাদের মন মেজাজের ওপর নির্ভর করে। এমন কোনও সম্ভাবনা তৈরি হলে তা নিয়ে নির্বাচনের পরে আলোচনা করা হবে।’

সূত্র: দ্য ডন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি