ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দাফনের আগে কেঁদে ওঠা নবজাতক আর নেই

প্রকাশিত : ১৭:০৮, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:০৮, ২৬ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দাফনের আগে কেঁদে ওঠা নবজাতক গালিবা হায়াত মারা গেছে। রোববার রাত সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অপরিণত বয়সে জন্ম নেয়ায় তাকে বাঁচনোর সব চেষ্টায় ব্যর্থ হয়েছে। বাদ আসর ফরিদপুর আলিপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। বাঁচানো গেল না ৫মাস ২২ দিনে জন্ম নেয়া শিশু গালিবা হায়াতকে। তাকে বাঁচানোর জন্য সমাজিক যোগযোগ মাধ্যেমে আবেদন করা হলে অনেকের হৃদয়ে নাড়া দেয়। এক প্রবাসীর সহায়তায় শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকা আনা হয়। ওই দিন থেকেই শিশুটিকে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যায় রাখা হলেও শঙ্কামুক্ত ছিলনা। গালিবার শরীরের কোন অংশই সাড়া দিচ্ছিল না বলে জানান চিকিৎসকরা। গালিবের মৃত্যু হলেও চিকিৎসকসহ দেশবাসীর সহযোগিতায় জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তার চাচা। ফরিদপুরের একটি হাসপাতালে অপরিণত শিশুটি জন্ম নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। দাফনের আগেই কেঁদে উঠে সবাইকে অবাক করে দেয় গালিবা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি