ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

দাম বেড়েছে ডাল, চিনি, লবন, পেয়াজ ও রসুনের, মাছ ও সবজি অস্থিতিশীল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ২৮ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৫:৩৩, ২৮ এপ্রিল ২০১৭

রমজান মাস আসার আগেই বাজারে বেড়েছে ছোলাসহ সব রকম ডাল ও চিনি, লবন, পেয়াজ, রসুনের দাম। এদিকে মাছ ও সবজির বাজারও অস্থিতিশীল বলে জানালেন ক্রেতা-বিক্রেতারা। আর কঠোর মনিটরিংয়ের অভাবে কারন ছাড়াই দামের এমন উর্ধগতি বলে অভিযোগ ক্রেতাদের।
রমজান মাস আসতে প্রায় ১ মাস বাকী। তবে অনেকেই এসেছেন অগ্রিম বাজার করতে। এরই মধ্যে ছোলা সহ সব রকম ডালের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বেড়েছে চিনি ও লবনের দামও।
আটা ও তেলের দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়ে দেশী পেঁয়াজ ৩০ টাকা আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকায়। চীনা রসুনের কেজী ২৪০ টাকা।
রমজান আর বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজির দাম। পটল, ঢ়েড়স, করলা, কাচামরিচ-সহ প্রায় সবজির দামই ৪০ টাকার উপরে।
এদিকে কমেছে ছোট-বড় মাছের আমদানি, তাই দামও বেশ চড়া।
এছাড়া খাসীর মাংস ৭৫০ আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫০০ টাকা।
তবে রমজানে নিত্যপণ্যের দাম আরও বাড়ার আশংকা করছেন বিক্রেতারা।

https://youtu.be/PasqlwxAPyQ





Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি