ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

দারাজ-এর সঙ্গে আরএফএল প্লাস্টিকের চুক্তি সই

প্রকাশিত : ১০:৩৭, ২১ মে ২০১৯

Ekushey Television Ltd.

অনলাইন শপিং মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশের সঙ্গে আরএফএল প্লাস্টিকস লিমিটেডের চুক্তি সই হয়েছে। গত সোমবার রাজধানীর বনানীতে দারাজ বাংলাদেশ লিমিটেডের সদর দফতরে এ চুক্তি সই হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরএফএল প্লাস্টিকস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের নির্বাহী পরিচালক মো. তৌকিরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (করপোরেট সেলস) মো. তাইজুল ইসলাম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এসফাকুল হক, সহকারী পরিচালক (করপোরেট সেলস) সদন কুমার বিশ্বাস ও ক্যাটাগরি ইনচার্জ (অনলাইন সেলস) মো. মোর্শেদুল আমিন।

দারাজ বাংলাদেশের পক্ষে এতে উপস্থিত ছিলেন হেড অফ অ্যাকুইজিশন সাইমুন সানজিদ চৌধুরী, কী অ্যাকাউন্ট ম্যানেজার আয়েশা আতিফ ও ভেন্ডর অ্যাকুইজিশন এক্সিকিউটিভ আশফাকুজ্জামান রাইভি প্রমুখ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি