ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

দায়িত্ব নিলেন জাবির নবনিযুক্ত ভিসি

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২২, ৮ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কামরুল আহসান। দায়িত্ব নিয়েই তিনি জানালেন, এ ক্যাম্পাসে সকল বৈষম্য দূরীকরণে কাজ করে যাবেন। 

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়ন করে গড়ে তুলতে কাজ করবো। যাতে করে কারও মাঝে কোন বৈষম্য না থাকে। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুন্দরভাবে বজায় রাখাসহ নানা প্রতিশ্রুতি দিয়ে সকলকে সাথে থাকার আহ্বান জানান তিনি।

এ সময় বিগত দিনের যে ফ্যাসিস্ট প্রশাসন যে বৈষম্যের পথ তৈরি করেছিল তা থেকে বেরিয়ে এসে এ বিশ্ববিদ্যালয়কে বৈষম্যহীন করে গড়ে তুলতে নবনিযুক্ত ভিসি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশা ব্যক্ত করেন শিক্ষকরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি