ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

দিন-দিন আশংকাজনক হারে কমছে সুন্দরবনে বাঘের সংখ্যা

প্রকাশিত : ১০:৪২, ২৯ জুলাই ২০১৬ | আপডেট: ১০:৪২, ২৯ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

দিন-দিন আশংকাজনক হারে কমছে সুন্দরবনে বাঘের সংখ্যা। সবশেষ জরিপ অনুযায়ী বাঘের সংখ্যা মাত্র ১০৬টি। বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনের বাঘ নিধনে সক্রিয় একাধিক চক্র। হাড়, মাংস-চামড়া, দাঁত-নখ আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে কোটি টাকায়। তারা বলছেন, বাঘের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সরকারকে উদ্যোগী হতে হবে। বিশ্বের ১৩টি দেশের বনে বাঘের অস্তিত্ব থাকলেও ঘনত্বের দিক থেকে সুন্দরবনেই সবচেয়ে বেশি বাঘ বাস করে। অথচ প্রতিবছর জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যভাস, বয়সজণিত কারণ এবং পাচারকারী ও চোরা শিকারীদের হাতে গড়ে ৩টি বাঘ মারা যাচ্ছে। ২০০৪ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘ ছিলো ৪৪০টি ২০১৫ সালের জরিপে সে সংখ্যা দাঁড়ায় মাত্র ১০৬ টিতে বর্তমানে ১৩টি দেশে বাঘ আছে প্রায় ৪ হাজার আর গত ৩৫ বছরে শুধু সুন্দরবনেই মারা পড়ে ৮০টি বাঘ। তবে আশঙ্কাজনকভাবে বাংলাদেশ অংশের সুন্দরবনে সক্রিয় বিদেশী পাচারকারী চক্র। যারা বাঘের অঙ্গ-প্রতঙ্গের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখনই এ চক্রকে না থামালে বাঘের সংখ্যা শূণ্যের কোঠায় পৌঁছাবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। বাঘ সংরক্ষণ ও বাঘের অবাধ বিচরণের ক্ষেত্র হিসেবে সুন্দরবনের অভয়ারণ্যের সীমানা অঞ্চল বাড়ানোর পাশাপাশি দস্যু দমনের তাগিদ দেন এই বণ্যপ্রাণী সংগঠক। বিশ্ব বাঘ দিবসে দেশের জাতীয় পশু বাঘ যাতে হারিয়ে না যায় সে ব্যাপারে সরকার দৃষ্টি দেবে প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি