ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

দিনাজপুরে গুলিবিদ্ধ ৩ যুবকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৪:১৭, ৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:১৭, ৫ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দিনাজপুরের ঘোড়াঘাটে গুলিবিদ্ধ ৩ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘোড়াঘাটের রাণীগঞ্জ বাজারের পাশে কলাবাড়ী মাদ্রাসা মাঠে ৩ যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ৩ যুবকের নাম সোহেল, সাব্বির ও আব্দুল্লাহ। তাদের প্রত্যেকেরই বাড়ী নাটোর সদর উপজেলার কানাইপাড়া গ্রামে। পুলিশ জানায়, নিহতদের মাথায় গুলির চিহ্ন রয়েছে। ৩ জনেরই বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। কি কারণে তাদের হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি