ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দিনাজপুরের কয়লাখনির শ্রমিকদের ভূ-গর্ভে অবস্থান ধর্মঘট

প্রকাশিত : ০৯:৪৭, ১০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪৮, ১০ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চাকরি স্থায়ীকরণের দাবীতে ভূ-গর্ভে অবস্থান ধর্মঘট পালন করছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকরা। দাবী না মানা পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার না করার আল্টিমেটাম দিয়েছে তারা। আন্দোলনকারী শ্রমিকদের কোন ক্ষতি হলে তার দায় খনি কর্তৃপক্ষকেই নিতে হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন শ্রমিক নেতারা। বড়পুকুরিয়া কয়লাখনির ভূ-গর্ভে গেল রোববার থেকে অবস্থান ধর্মঘট শুরু করে শ্রমিকরা। এই পরিস্থিতিতে খনিতে কয়লা উত্তোলনও বন্ধ রয়েছে। চাকরি স্থায়ী করার একই দাবীতে খনির অন্যান্য বিভাগেও অবস্থান ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। দৈনিক মাত্র ৩’শ টাকায় হাজিরা হিসেবে তাদের কাজ করানো হয় বলে জানান তারা। এদিকে ভূ-গর্ভে থাকা শ্রমিকদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তাদের পরিবার। খনি এলাকায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারী করেছে কর্তৃপক্ষ। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এস,এম,এন আওরঙ্গজেব এর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি