ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেল আড়াই টন ইলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৯, ২০ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ২টি ট্রাকে করে আড়াই টন (২ হাজার ৮’শ কেজি) ইলিশ মাছ রপ্তানি হয়। রাজধানির কারওয়ান বাজারের প্রতিষ্ঠান ফিশ বাজার মাছগুলো স্থানীয় সি এন্ড এফ এজেন্ড খলিফা এন্টারপ্রাইজ এর মাধ্যমে ইলিশ মাছগুলো রপ্তানি করছে। 

জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে সারা বাংলাদেশে ৫৯টি মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৫০ টন করে ইলিশ মাছ রপ্তানি করার জন্য সরকার অনুমোদন দিয়েছে। এরই অংশ হিসেবে ফিশ বাজারের তত্বাবধানে এই স্থলবন্দর দিয়ে ৫০ টন ইলিশ মাছ ভারতের আগরতলায় যাবে। ভারতের কৃষ্ণপদরায় প্রতিষ্ঠান এই মাছগুলো গ্রহণ করবেন। ভারতের বাজারে প্রতি কেজি ইলিশের মূল্য ১০ ডালার করে ধরা হয়েছে। 

রপ্তানিকারক প্রতিষ্ঠানের সিএন্ডএফ এজেন্ড খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. শাহনেওয়াজ মিয়া শানু বলেন, দূর্গাপূজা উপলক্ষে এই স্থল বন্দর দিয়ে ৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন হয়েছে। আজ আমরা ৫০ টন চালানের মধ্যে আড়াই টন ইলিশ ভারতের আগরতলায় পাঠানো হচ্ছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে চালানের সবগুলো ইলিশ ভারতে পাঠানো হবে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, প্রত্যেক বছর পূজা উপলক্ষে ভারতে ইলশ মাছ রপ্তানি করা হয়। এ বছরেও এ স্থল বন্দর দিয়ে ৫০ টন ইলিশ রপ্তানি করা হবে। এ ইলিশ রপ্তানির মধ্যে দিয়ে সরকারের রাজস্ব আয় হবে।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি