ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

দুর্ব্যবহারের শিকার ৪৩ শতাংশ নারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ১৬ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:৪৮, ১৬ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

হাসপাতালে জরুরি গণসেবা নিতে গিয়ে নানা ধরণের সমস্যা ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নারীরা বেশি হয়রানির শিকার হচ্ছেন। সেবা প্রদানকারীদের কাছ থেকে ৪২ দশমিক ৫ শতাংশ নারী  দুর্ব্যবহারের শিকার হন বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। এতে সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে বলেও গবেষণায় উঠে এসেছে। অ্যাকশন এইড বাংলাদেশের ‘গণপরিসরে নারীর প্রতি সহিংসতার প্রেক্ষিতে গণসেবা’ শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অ্যাকশন এইড বাংলাদেশ আয়োজিত ‘গণসেবা প্রচারাভিযান ২০১৭: ‌মানসম্মত গণসেবা’ শীর্ষক মতবিনিময় সভায় গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উন্নয়নমূলক সংস্থার প্রতিনিধিরা গণসেবা নিয়ে প্রান্তিক পরিস্থিতি তুলে ধরেন।

‘গণপরিসরে নারীর প্রতি সহিংসতার প্রেক্ষিতে গণসেবা’ নামক এ গবেষণায় দেখা গেছে, হাসপাতালে গিয়ে ৪২ দশমিক ৫ ভাগ নারী সেবা প্রদানকারীদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হন। শতকরা ৫০ ভাগ নারী মনে করেন, বাজারে তারা অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা এ ধরণের ঘটনার শিকার হন। জরিপকৃত এলাকায় ৩০ ভাগ নারী মনে করেন যে, পুলিশ স্টেশনে তারা টিজিং-এর শিকার হন এবং শতকরা ৩৫ জন মনে করেন যে, তারা শারীরিক নির্যাতনের শিকার হন।

২০১৬ সালের গোড়ার দিকে করা এ গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ প্রতিষ্ঠানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তেমন কোনো ব্যবস্থা নেই। আবার এই সকল স্থানে সহিংসতার কোনো ঘটনা ঘটলে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো যথাযথভাবে আমলে নেওয়া হয় না বা সঠিক কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও নারায়নগঞ্জ-সিটি করপোরেশনের পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন, পরিবহন কর্তৃপক্ষ, বাজার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং হাসপাতাল সেবা নিয়ে ৪০০ মানুষের উপর এ  গবেষণাটি করা হয়। সভার শুরুতেই গবেষণার ফলাফল ও গণসেবা নিয়ে একটি ধারণাপত্র তুলে ধরেন অ্যাকশনএইড বাংলাদেশের ম্যানেজার নুজহাত জেবিন।

কার্যকরী গণসেবা নিশ্চিত করতে গত মাসের ২৩ জুন থেকে দেশব্যাপী ‘গণসেবা প্রচারাভিযান’ পরিচালনা করছে অ্যাকশনএইড বাংলাদেশ। ঢাকার মতবিনিময় সভার মধ্য দিয়ে ২৪দিনের এই প্রচারাভিযান শেষ হয়। এ উপলক্ষে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসেবার দাবিতে গণমিছিল করে অ্যাকশনএইড বাংলাদেশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ।

অনুষ্ঠানের সঞ্চালক ও অ্যাকশনএইড বাংলাদেশের পরিচালক আজগর আলী সাবরি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক জেষ্ঠ্য গবেষক প্রতিমা পাল মজুমদার, অ্যাকশনএইড বাংলাদেশের ম্যানেজার নুজহাত জেবিন প্রমুখ এ সময় উপস্থিত ছলেন।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি