ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

দূরবর্তী পাল্লার মিসাইল উৎক্ষেপণ করতে যাচ্ছে চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৪, ২০ নভেম্বর ২০১৭

‘বিশ্বের যে কোন স্থানে’ আঘাত হানতে সক্ষম এমন এক দূরপাল্লার মিসাইল উৎক্ষেপণ করতে যাচ্ছে চীন। আন্ত:মহাদেশীয় ব্যালেস্টিক এ মিসাইল আগামী বছরের শুরুতে উৎক্ষেপণ করবে চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। খবর দ্য রিপোর্টের।

একাধিক নিউক্লিয়ার বোমা ধারণে সক্ষম পরবর্তী প্রজন্মের এই মিসাইলের গতি ‘ম্যাক-১০’ যুদ্ধ বিমান থেকেও বেশি। ‘ডং ফেং-৪১’ নামের এ মিসাইল শত্রু পক্ষের ‘এন্টি মিসাইল’ প্রতিরক্ষা ব্যবস্থাও অতিক্রম করতে সক্ষম।

আগামী বছরের শুরুতে অথবা মাঝামাঝি সময়ে মিসাইলটি পিএলএ’র আওতায় দেয়া হবে বলে জানায় দেশটির এক রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস।

চাইনিজ অস্ত্র নিয়ন্ত্রণ এবং নিরস্ত্রীকরণ এসোসিয়েশন এর এক উপদেষ্টা জু গুয়াংজু গণমাধ্যমকে বলেন, “তিন-ভাগে বিভক্ত সলিড-ফুয়েল জ্বালানী বিশিষ্ট মিসাইল চীনের মূল ভূখণ্ড থেকে কমপক্ষে ১২,০০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। মিসাইলটি ১০টি নিউক্লিয়ার বোমা বহনে সক্ষম যা আলাদা আলাদা ১০টি স্থানে আঘাত করতে পারবে”। তিনি আরও বলেন, মিসাইলটি পিএলএ’র সাথে যুক্ত হলে চীনের আত্মরক্ষা সক্ষমতা আরও বেড়ে যাবে।

তবে দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট আগেই এক প্রতিবেদনে দাবি করে যে, পিএলএ চলতি নভেম্বরেই আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক এ মিসাইল উৎক্ষেপণের পরীক্ষা করে। অন্যদিকে ২০১৬ এর এপ্রিলে যুক্ত্ররাষ্ট্রের এক স্যাটেলাইটে ‘ডং ফেং-৪১’ এর পরীক্ষমূলক সম্প্রচার ধরা পরে বলে দাবি করে ওয়াশিংটন ফ্রী বেকন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

এসএইচএস/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি