ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

দেবীর উদ্ভাসনের আলোয় মাতোয়ারা সারা দেশ

প্রকাশিত : ০৮:০১, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:১৭, ৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

দ্বারে কড়া নাড়ছে দূর্গা পূজা। তুলির ছোঁয়ায় চলছে দেবি রাঙানোর কর্মযজ্ঞ। শিল্পীদের পাশাপাশি তাই ব্যস্ত আয়োজকরাও। সাম্প্রতিক কিছু সন্ত্রাসী  ঘটনায় উদ্বেগ সৃষ্টি করলেও বিশ্বজনীনতার স্রোতে ধুলিস্যাত হবে অশুভ আর অপরাধ- এমন ভাবনা দেবী ভক্তদের। মেঘমুক্ত শরতের প্রকৃতি ছাপিয়ে দেবীর উদ্ভাসনের আলোয় মাতোয়ারা সারা দেশ। প্রাণের পরতে-পরতে শুধুই আনন্দের দোলা। সোঁদা মাটি দিয়ে গড়া প্রাণের প্রতিমা সাজতে শুরু করেছে বাসন্তী-নীলিমায়। শিল্পীর তুলির আঁচড়ে আবিষ্ট দেবীর অনিন্দ্যময় আবাহন ঘিরে তাই আনন্দের অন্ত নেই। কোথাও লেগেছে রঙ, কোথাও এখনও চলছে ঘষামাজা। বাঙালি মায়ের মতোই  দূর্গতিনাশনী হয়ে উঠবে সার্বজনীন। অশুভর বিরুদ্ধে শুভর বার্তা নিয়ে দেবীর আগমন নস্যাত করবে সন্ত্রাস-জঙ্গীবাদ, প্রত্যয় আয়োজকদের। ঢাকেশ্বরী মন্দির, ভোলানন্দগিরী আশ্রমসহ অনেক মন্ডপেই প্রতিমা রঙ হবে আরও একদিন পর। বিশ্বজনীন শান্তির প্রতীক হিসেবে দেবীকে তাঁরা দেখতে চান বাঙালির চিরায়ত সংস্কৃতির ভিত্তি হিসেবে। রঙের তুলিত সাজছেন দেবী । সেই সঙ্গে ভক্তদের মনের প্রতিমাও জাগাচ্ছে আনন্দের শিহরণ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি