ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

দেশ ও জাতির মঙ্গল কামনায় শেষ হলো জুমায়াতুল বিদার নামাজ ও মোনাজাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ২৩ জুন ২০১৭ | আপডেট: ১৯:২১, ২৩ জুন ২০১৭

দেশ ও জাতির মঙ্গল কামনায় শেষ হলো জুমায়াতুল বিদার নামাজ ও মোনাজাত। পবিত্র মাহে রমজানের শেষ জুমায় অংশ নিতে বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। আলোচনায় মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ব রক্ষায় আল্লাহ ও রাসুলের বাণী মেনে চলার তাগিদ দেয়া হয়। রমজান মাসের সিয়াম, সাধনার চর্চা সারা বছর যাতে বজায় থাকে সে দিকেও দৃষ্টি দেয়ার আহবান জানান আগত মুসল্লিরা ।

পবিত্র মাহে রমজানের শেষ জুমায় অংশ নিতে আজানের অনেক আগেই জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে হাজির ধর্মপ্রাণ মসুল্লিরা। নিজের, পরিবারে, সর্বোপরী দেশের কল্যাণে মোনাজাতে অংশ নিতেই আগে ভাগে চলে আসেন তারা।

আলোচনার আগেই পুরো মসজিদ প্রাঙ্গন ভরে উঠে ধর্ম প্রাণ মুসল্লির পদচারনায়। রমজানের পরও এর তাৎপর্য ধৈর্য, ত্যাগ যাতে সবার মাঝে অটুট থাকে সেই আহবান জানান বায়তুল মোকাররমের খতিব।

নামাজ শেষে দেশ ও বিশ্ব মুসলিমের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

মুসল্লিরাও জানান সার্বিকভাবে দেশের উন্নতির জন্য দোয়া করেছেন তারা। পাশাপাশি রমজানের সংযমের শিক্ষা নিয়ে দূর্নীতি মুক্ত সমাজ গড়তেও দোয়া চেয়েছেন তারা।

 

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি