ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

দেশীয় ম্যাসেজিং অ্যাপস 'আলাপন' উদ্বোধন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩:৫৭, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২২, ৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সরকারি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ সহজ করতে দেশীয় ম্যাসেজিং অ্যাপস আলাপন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক শুরুর আগে এই অ্যাপস-এর উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী অ্যাপসটির মাধ্যমে বরিশালের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। উদ্বোধনের পরপরই প্রধানমন্ত্রী বলেন, এই অ্যাপস-এর মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশের পথে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেলো।‘আলাপন’ অ্যাপসটি তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ। আইসিটি বিভাগের নিজস্ব এই অ্যাপসের সাহায্যে ১৪ লাখ সরকারি কর্মকর্তা নিজেদের মধ্যে ফাইল লেনদেন, ভিডিও কনফারেন্স ও নানা যোগাযোগ ইন্টারনেটের মাধ্যমে স্বল্প ব্যয়ে করতে পারবেন। এ অ্যাপসের মাধ্যমে সরকারি কর্মকর্তারা দেশ-বিদেশ থেকে নিজেদের মধ্যে কথোপকথন এবং গোষ্ঠীগত আলাপ বা গ্রুপসেট করতে পারবেন। এছাড়া এই অ্যাপস ব্যবহার করে সহজেই সরকারের নানা নির্দেশনা প্রত্যন্ত এলাকার কর্মীদের কাছে পৌঁছে দেওয়া যাবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি