ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

দেশে অবৈধ আগ্নেয়াস্ত্রের অন্যতম রুট কুমিল্লা

প্রকাশিত : ১২:২৮, ১২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:২৮, ১২ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দেশে অবৈধ আগ্নেয়াস্ত্রের অন্যতম রুট কুমিল্লা। ভারত থেকে চোরাই পথে অস্ত্র আসছে সীমান্ত ঘেঁষা এই জেলায়। যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। প্রশাসন বলছে, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। তারপরও বন্ধ করা যাচ্ছে না অস্ত্র ব্যবসা। বাড়ছে সন্ত্রাস আর খুনের ঘটনা। কুমিল্লা থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। কুমিল্লা। ভারতী সীমান্তবর্তী এ জেলায় অনেকটাই সহজলভ্য আগ্নেয়াস্ত্র। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি আর আধিপত্ত নিয়ে প্রায় ঘটছে সশস্ত্র মহড়া। একুশের অনুসন্ধানে খোঁজ মিলে এই অস্ত্রধারীদের। তারা জানায়, তাদের তৎপরতা আর গাঢাকা দেয়ার তথ্য। স্থানীয়রা বলছেন, অস্ত্র ব্যবস্যায়ীরা প্রভাবশালী। তাদের মদদ দিচ্ছে কোন কোন রাজনীতিবিদ। প্রশাসনের তৎপরতা নিয়েও অভিযোগ তাদের। পুলিশের তথ্যমতে গেলো দশ মাসে প্রায় চারশতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া র‌্যাব এবং বিজিবিও জব্দ করেছে আগ্নেয়াস্ত্র। আটক করা হয়েছে শতাধিক অস্ত্রধারীকে। ৮ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের গৌরীপুরে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা করা হয় তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেয়াম্যান মনির হোসেনসহ দুইজনকে। যারা এমন পরিকল্পিত হত্যাকান্ড ঘটাছে তাদের অনেকেই থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি