দেশে আর ফিরবেন না মোশারফ
প্রকাশিত : ২১:১০, ২৪ জুন ২০১৮

টানা ৯ বছর পাকিস্তানকে শাসন করেছেন তিনি। এবারের নির্বাচনেও লড়তে চেয়েছিলেন। তাই দেশেও ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। কিন্তু না, সর্বোচ্চ আদালত ও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে বিশেষ আশ্বাস না মেলায় দেশে ফেরার সব ইচ্ছাই মাটি চাপা দিয়েছেন পারভেজ মোশারফ।
গত কালই নিজের গড়া দল থেকে পদত্যাগ করেছেন তিনি। পর দিনই এক ভিডিও বার্তায় সাবেক প্রেসিডেন্ট জানান, দল ছাড়লেও রাজনীতি ছাড়বেন না। তবে দেশে ফিরবেন না। মুশারফ জানান, সারা জীবনের জন্য ভোটে না লড়তে পারার নির্দেশ প্রত্যাহার, দেশ ছাড়ার উপর নিয়ন্ত্রণের তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং গ্রেফতার করা হবে না— আশ্বাসগুলি না মেলায় তিনি ফিরবেন না।
সূত্র: ডন
এমজে/
আরও পড়ুন