ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

দেশের প্রথম তরুণ উদ্যোক্তা বাণিজ্যমেলার আয়োজন

প্রকাশিত : ১৮:১৩, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১৩, ৩১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

তরুণ শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উন্নয়নে বন্দরনগরী চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে দেশের প্রথম ‘তরুণ উদ্যোক্তা বাণিজ্যমেলা’। বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে তথ্য জানান চেম্বারের সভাপতি জসীম আহমেদ। আগামী ২১ অক্টোবর নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে ১৫ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হবে। জুনিয়ার চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং কসমোপলিটন আয়োজিত মেলায় থাকবে ২টি মেগা প্যাভিলিয়ন, ৬টি মিনি প্যাভিলিয়ন এবং ৪৫টি সাধারণ স্টল। সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামসহ পুরো দেশের তরুণ উদ্যোক্তাদের একত্রিত করে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি ও প্রচার প্রসারে সহযোগিতা করবে এই মেলা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেসিআই চিটাগাং কসমোপলিটনের সাবেক সভাপতি শিহাব মালেক, নির্বাহী সহ-সভপতি গিয়াস উদ্দীন, সহ সভাপতি শফিউল আলম রানাসহ অন্যরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি