ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

দেশের বিভিন্ন জায়গায় এবার বছর জুড়ে ভালো ফলন হয়েছে সবজির

প্রকাশিত : ০৯:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

দেশের বিভিন্ন জায়গায় এবার বছর জুড়ে ভালো ফলন হয়েছে সবজির। তবে দাম নিয়ে সন্তুষ্ট নয় চাষীরা। সবজি রফতানিতে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর দাবি তাদের। অন্যদিকে জামালপুরে উচ্চফলনশীল কনক জাতের টমেটো চাষ করে বিপাকে চাষীরা। শীত-গ্রীষ্ম কোনো মৌসুমেই এখন আর পতিত থাকছেনা জমি, সারা বছর জুড়েই আবাদ হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। মানিকগঞ্জ আর সাতক্ষীরায় এখন, বারোমাসই আবাদ হচ্ছে আলু, কপি, ঢেড়স, লাউ, বরবটি, ঝিঙা, পুঁইশাক, বেগুনসহ বিভিন্ন সবজি। বাণিজ্যিকভাবে সবজি চাষের প্রসার, আর চাহিদা বাড়ায় কৃষকরা ঝুঁকছে সবজি চাষে। এর পাশাপাশি সমন্বিত মাছ ও ধান চাষ চাষও করছে তারা । তবে মাঠ পর্যায়ে আছে পরিশ্রম অনুযায়ী দাম কম পাবার অভিযোগ। এদিকে জামালপুরে উচ্চফলনশীল নতুন কনক জাতের টমেটো চাষ করে ক্ষতির শিকার হয়েছে চাষীরা। ফলন ভাল হলেও অল্প সময়েই নষ্ট হয়ে যাচ্ছে এই টমেটো। যেকোনো ফসল চাষের আগে কৃষিবিভাগের পরামর্শ নেয়ার তাগিদ দিয়েছেন কর্মকর্তারা। সবজি চাষ আরো সম্প্রসারণে  সুদবিহীন ঋণ দেয়ার তাগিদ সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি