ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

দেশের বিভিন্ন স্থানে জমে উঠছে কোরবানীর পশুরহাট

প্রকাশিত : ১৩:৪১, ৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪১, ৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দেশের বিভিন্ন স্থানে জমে উঠছে কোরবানীর পশুরহাট। তবে, গরুর দাম নিয়ে ক্রেতা-বিক্রেতদের রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য। রংপুরে ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ উঠেছে। এদিকে, আইন-শৃঙ্খলা রক্ষায় গরুর হাটগুলোতে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। রংপুরের লালবাগে জমে উঠেছে দেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুরহাট। বিভিন্ন অঞ্চল থেকে খামারী আর ব্যবসায়ীরা পশু নিয়ে আসছেন। তবে দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে। এদিকে ক্রেতা-বিক্রেতারা নির্ধারিত হারের চেয়ে বেশি হাসিল আদায়ের অভিযোগ করলেও অস্বীকার করেছেন ইজারাদাররা। আর অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। জমজমাট বেচাকেনা চলছে চুয়াডাঙ্গার পশুরহাটেও। এ অঞ্চলে বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল বা কালো জাতের ছাগলের চাহিদা বেশি। দামও বেশ চড়া। এদিকে জেলায় ভারতীয় গরু না আসায় বেড়েছে দেশী গরুর চাহিদা। ক্রেতারা অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। পর্যাপ্ত সংখ্যায় দেশীয় গরু আসছে গাইবান্ধার ৩৪টি পশুরহাটে। তবে দাম নিয়ে বিক্রেতারা সন্তুষ্ট হতে না পারলেও ক্রেতাদের অভিযোগ, বেশি দাম চাওয়া হচ্ছে। পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানোসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি