ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশিত : ১৫:০৫, ২০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:০৫, ২০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার প্রতিবাদে জামালপুর, চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, জয়পুরহাটসহ দেশের বিভিন্নস্থানে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। জামালপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহবান জানান বক্তারা। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। জঙ্গিবাদের বিরুদ্ধে রঁ“খে দাঁড়াবার আহ্বান জানিয়ে মানববন্ধন করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। সকালে প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। এছাড়া, মৌলভীবাজার, জয়পুরহাট ও নওগাঁয় জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন গণমাধ্যম কর্মীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি