ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

দেশের সর্বোচ্চ শীত দিনাজপুরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ৯ জানুয়ারি ২০১৮

তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চল। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন যাত্রা। উত্তরের জেলা দিনাজপুরে সবচেয়ে বেশি হাড় কাঁপানো শীত পড়ছে। তীব্র শীতে কাহিল হয়ে পড়ছেন এ অঞ্চলের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। সেখানে চলছে ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এ জেলায় গতকাল সোমবার তাপমাত্রা ছিল ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, মঙ্গলবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার জেলায় সূর্যের দেখা পেলেও ছিল হিমেল বাতাস।  যার কারণে শীতের তীব্রতা কমেনি। ফলে হতদরিদ্র ও ছিন্নমুল মানুষের বাড়ছে দুর্ভোগ। প্রচণ্ড ঠাণ্ডায় কাজ করতে পারছেন না শ্রমজীবী মানুষজন। বিশেষ করে নির্মাণ ও কৃষি শ্রমিকরা পড়েছে চরম বিপাকে।

জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, ইতিমধ্যে জেলা প্রশাসন ৭০ হাজার কম্বল বিতরণ করেছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরো ৮০ হাজার শীতবস্ত্র চেয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে। 

এসি/ এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি