ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

দেশের ১২৮টি বাড়ি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ দখলে

প্রকাশিত : ১৫:৩৭, ২৭ জুন ২০১৬ | আপডেট: ১৫:৩৭, ২৭ জুন ২০১৬

Ekushey Television Ltd.

বর্তমানে দেশের ১২৮টি বাড়ি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ দখলে রয়েছে। জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। মন্ত্রী জানান, কর্মকর্তা-কর্মচারীরা আদালতে মামলা করে এসব বাড়িতে বসবাস করছেন। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য দুজন বেসরকারি আইনজীবী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। এদিন বাজেট নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী সংসদ সদস্যরা বলেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপানো হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি