ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

দেয়াল চাপা পড়ে কিশোরের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় টয়লেটের দেয়াল চাপা পড়ে মারুফ (১৩) নামে এক কিশোর মৃত্যু হয়েছে। 

রোববার বিকাল ৫টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের মুন্সিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ ওই গ্রামের মৃত শেখ রশিদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার বিকাল পৌনে ৫টার দিকে মুন্সিনগর পুরাতন মসজিদে আসরের নামাজ পড়তে যায় মারুফ। মসজিদের টয়লেটের দেয়াল টপকে ওপরে উঠার চেষ্টা করছিল সে। এসময় দেয়াল ভেঙে তার ওপরে পড়ে যায়।

আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশফাক রাজীব হাসান জানান, এ বিষয়ে কেউ কিছু অবহিত করেননি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি