ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

দোষ স্বীকার করে রেহাই পেলেন বাংলাদেশি কূটনীতিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৮, ২৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৪২, ২৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

গৃহকর্মীকে কম মজুরি দেওয়ার অভিযোগ আদালতে স্বীকার করেছেন নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম। আর বিচারকের সামনেই অর্থ পরিশোধের পর তাকে অব্যাহতি দেওয়া হয়। স্থানীয় সময় মঙ্গলবার কুইন্স সুপ্রিম কোর্টের বিচারক ব্যারি ক্রন তাকে মামলা থেকে এ অব্যাহতি দেন।

শাহেদুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, মোহাম্মদ আমিন নামে একজনকে গৃহকর্মী হিসেবে বাংলাদেশ থেকে নিউইয়র্কে নেন এই কূটনীতিক। ২০১২ থেকে ২০১৬ সালের মে পর্যন্ত বিনা মজুরিতে জোর করে কাজ করানো হয় এবং নির্যাতন করা হয়। গত বছরের ১২ জুন তাকে তার কুইন্সের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়ের মুখপাত্র ইকিমুলসিয়া লিভিংস্টোন বলেন, শাহেদুল ইসলাম তার গৃহকর্মী আমিনকে ন্যূনতম মজুরি না দেওয়ার অভিযোগ আদালতে স্বীকার করে বিচারকের সামনেই ১০ হাজার ডলার পরিশোধ করায় বিচারক তাকে শর্ত সাপেক্ষে মামলা থেকে অব্যাহতি দেন।

একে/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি