ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

দ্বিতীয় দিন শেষে ১৬২ রানের লিড নিয়েছে ভারত

প্রকাশিত : ০৯:১৫, ১ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:১৫, ১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

লোকেশ রাহুলের সেঞ্চুরিতে সাবিনা পার্ক টেস্টে দ্বিতীয় দিন শেষে ১৬২ রানের লিড নিয়েছে ভারত। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৯৬ রানের জবাবে ৫ উইকেটে ৩৫৮ রান তুলেছে তারা। এক উইকেটে ১২৬ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের তুতীয় সেঞ্চুরি তুলে নেন লোকেশ রাহুল। ১৮২ বলে ১২ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি করার পর গাবরিয়েলের বলে ডোরিচের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ১৫৮ রান করেন এই ওপেনার।  এছাড়া পুজারা ৪৬, কোহলি ৪৪ রান করেন। দিন শেষে রাহানে ৪২, ঋদ্ধিমান সাহা ১৭ রানে অপরাজিত রয়েছেন। চার ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে ভারত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি