ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ধর্মঘট অব্যহত রাখার ঘোষনা দিয়েছে পরিবহন শ্রমিক নেতারা

প্রকাশিত : ১৮:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সাভারে ট্রাক চাপায় এক চালককে মৃত্যুদন্ডসহ বিভিন্ন আদালতে পরিবহণ চালকদের বিভিন্ন সাজা সাজা দেয়ার প্রতিবাদে চট্টগ্রামেও চলছে পরিবহণ শ্রমিকদের ধর্মঘট। আকস্মিক এই পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এদিকে আইন সংশোধন না করা পর্যন্ত ধর্মঘট অব্যহত রাখার ঘোষনা দিয়েছে পরিবহন শ্রমিক নেতারা। সড়ক দুর্ঘটনায় বিভিন্ন আদালতে চালকদের মৃত্যুদন্ড ও যাবজ্জীবন কারাদন্ড দেয়ায় বিক্ষুব্দ পরিবহণ শ্রমিকরা হঠাৎ করেই ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিকরা। সকাল থেকে বন্ধ করে দেয়া  হয় বিভিন্ন রুটে বাস চলাচল। বিভিন্ন বাস টার্মিনালে পরিবহন শ্রমিকরা অবস্থান নিয়ে প্রতিবাদ জানায় আদালতের দেয়া সাজার বিরুদ্ধে। আকস্মিক এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। দুর্ঘটনা রোধে বিদ্যমান আইনের সংস্কারের পাশাপাশি দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে পরিবহন শ্রমিকর নেতারা। পরিবহন শ্রমিকদের ডাকা এই ধর্মঘটের করনে চট্টগ্রামের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি