ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

ধর্মীয় সম্প্রীতির উদাহরণ বাংলাদেশ : পোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ২ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির সবচেয়ে ভালো উদাহরণ বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। বাংলাদেশকে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানকে বিশ্বের জন্য নজির হিসাবে তুলে ধরেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান এই ধর্মগুরু।

তিন দিনের ঢাকা সফরের শেষ দিন আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের হোলি রোজারিও চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পোপ বলেন, “বাংলাদেশ হচ্ছে আন্তঃধর্ম ও ঐকতানের প্রকৃষ্ট উদাহরণ।” মানুষে-মানুষে বিভেদকে ‘সমাজের খুঁত’ হিসাবে আখ্যায়িত করেন তিনি।

পোপ তার ভাষণে সবাইকে সমালোচনা ও পরনিন্দা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

ঢাকায় শেষ দিনের কর্মর্সূচিতে দুপুরের পর নটরডেম কলেজে তরুণদের উদ্দেশে বক্তৃতা দেবেন পোপ। শনিবার বিকালে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

মিয়ানমার সফরে রাখাইনে নিপীড়নের সমালোচনা করলেও রোহিঙ্গাদের নাম উচ্চারণ না করায় সমালোচিত হন পোপ। কিন্তু গতকাল শুক্রবার সেন্ট মেরিস ক্যাথেড্রালে এক অনুষ্ঠানে নামটি উচ্চারণ করেন তিনি। বাংলাদেশ সফরে আসা তৃতীয় পোপ হলেন পোপ ফান্সিস।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি