ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

ধর্ষণের চেষ্টার অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ে বাস হেলপার আটক

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৫, ১ ডিসেম্বর ২০১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় চালিত বাসের এক হেলপারকে আটক করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় চালিত বাসের হেলপার মো. মুজিবুর (৪০) শিশু (ছদ্মনাম) আনজুম (৭) কে ধর্ষণের উদ্দেশ্য ফাঁকা বাসে নিয়ে যায়। 
পরবর্তীতে এক শিক্ষার্থী বাসে উঠলে ফাঁকা বাসে হেলপার মুজিবুরকে আপত্তিকর অবস্থায় দেখে। পরে তাকে প্রাথমিকভাবে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, অভিযুক্ত মজিবুর ত্রিশাল থানার দরিরামপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান জানান ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তকে প্রাথমিকভাবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। শিশু আনজুমের (ছদ্মনাম) বাবার সাথে আলোচনা করে মামলা যেভাবে করলে শক্তিশালী হয় সেভাবে দায়ের করা হবে।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এস আই মলয় চক্রবর্তী জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত মুজিবুরের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি