ধামরাইয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
প্রকাশিত : ১১:৪৯, ৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:৪৯, ৫ ডিসেম্বর ২০১৬
ধামরাইয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছেন ৬ পুলিশ সদস্য।
সোমবার ভোরে আবু হানিফ নামের ওই ডাকাতকে নিয়ে ঝাউবাধা গ্রামে সহযোগীদের ধরতে যায় পুলিশ। সেসময় উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের দিকে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই মারা যায় আবু হানিফ। আহত হন ৬ পুলিশ সদস্য। তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন