ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

নওগাঁয় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৩০০ প্রশিক্ষনার্থীকে চেক প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ২১ মার্চ ২০২৪

নওগাঁয় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৩০০ প্রশিক্ষনার্থীর মাঝে প্রায় ৩০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে শহরের জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার আয়োজনে সংস্থাটির কার্যালয়ে তৃণমুল পর্যায়ে ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় এসব চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন- জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক।

এ সময় জাতীয় মহিলা সংস্থা নওগাঁ জেলা শাখার চেয়ারম্যান শাহনাজ বেগম, প্রশিক্ষণ কর্মকর্তা শোভানাজ পারভীন, ট্রেড প্রশিক্ষক বিউটিফিকেশন শারমিন আক্তার, ফ্যাশন ডিজাইনার ফাতেমা মুনীষা, ক্যাটারিং এর ট্রেড প্রশিক্ষক বর্নালী, ইন্টেরিয়র ডিজাইনার রাজু আহমেদ, বিজনেস ম্যানেজমেন্টের মাহাবুবা আকতার মিতুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

২০২৩-২৪ অর্থবছরের মোট ৫টি ট্রেডের ১ম ও ২য় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে এসব চেক বিতরণ করা হয়।

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি