ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় চুনাপাথরের খনির সন্ধান দেখাচ্ছে আশার আলো

প্রকাশিত : ০৯:২০, ৯ মে ২০১৬ | আপডেট: ০৯:২০, ৯ মে ২০১৬

Ekushey Television Ltd.

নওগাঁর বদলগাছিতে চুনাপাথরের খনির সন্ধান আশার আলো দেখাচ্ছে । দেশে সিমেন্ট কারখানার চাহিদা মেটাতে প্রতিবছর প্রায় ৩০ লাখ হাজার মেট্রিক টন চুনাপাথর আমদানি করা হয়। প্রত্যাশা অনুযায়ি চুনাপাথর পাওয়া গেলে, ক্লিংকার আমদানির বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে জানান সংশ্লিষ্টরা। তবে চুনাপাথরের স্তর  নিয়ে আরও পর্যালোচনা প্রয়োজন বলে জানান ভূ-তত্ব অধিদপ্তরের মহাপরিচালক। দেশে ৩০টির বেশি সিমেন্ট কারখানায় বছরে উৎপাদন হচ্ছে প্রায় দুই কোটি টন সিমেন্ট। এ’সব কারখানার কাঁচামালের বেশিরভাগ চাহিদা মেটানো হয় ক্লিংকার আমদানি করে। আর লাফার্জ মেঘালয় থেকে সরাসরি পাথর আমদানি করে। তাই বদলগাছিতে চুনাপাথরের খনি আশার আলো দেখাচ্ছে এই সিমেন্ট শিল্প সংশ্লিষ্টদের। ভূ-উপরিভাগ থেকে ২ হাজার ২শ’ ১৪ ফুট গভীরে পাওয়া চুনাপাথরের স্তর  নিয়ে আরও পর্যালোচনা প্রয়োজন বলে জানান ভূ-তত্ব অধিদপ্তরের মহাপরিচালক । এরই মধ্যে ৬১ ফুট পর্যন্ত খনন হয়েছে। জুন মাসের মধ্যে খনন কাজ শেষ হতে পারে বলে জানান ভূ-তত্ত্ব জরিপ অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি