ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

নওয়াজের কারাদণ্ড বাতিল, জামিন লাভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ১৯ সেপ্টেম্বর ২০১৮

দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার কন্যা মরিয়ম নওয়াজ ও জামাতা সফাদারকে দেওয়া কারাদণ্ড বাতিল করে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। একইসঙ্গে তাদের জামিন আবেদনও মঞ্জুর করা হয়েছে।

বিচারক আথার মিনাল্লাহ এবং বিচারক মিয়াঙ্গুল হাসান আওরেঙ্গজেবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ‘জবাবহিদি কোর্টের’ দেওয়া রায় বাতিল করে দিয়েছে। গত ৬ জুলাই ওই আদালত নওয়াজ শরীফকে ১০ বছর, মরিয়ম নওয়াজকে ৭ বছর ও তার স্বামী সফাদারকে ১ বছরের কারাদণ্ড দেন।

শুধু তাই নয়, অ্যাভেনফিল্ডের ওই ফ্ল্যাট ক্রয়ের মামলায় নওয়াজ শরীফকে ৮০ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়। একইসঙ্গে মরিয়ম নওয়াজ ও তার স্বামী সফাদারকে ২০ লাখ ডলার জরিমানা করা হয়।

এদিকে নওয়াজ শরীফের আইনজীবীর করা এক পিটিশনের ভিত্তিতে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। এসময় তাদের ৫ লাখ রুপি জমা দিতে নির্দেশ দেন দুই বিচারক। রায় ঘোষণার পরপরই নওয়াজ সমর্থকরা উল্লাস প্রকাশ করেছেন।

সূত্র: ডন
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি