ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ে মোটিভেশনাল সেমিনার

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৯, ২২ অক্টোবর ২০১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যম বিদ্যা বিভাগের উদ্যোগে  শিক্ষার্থীদের মোটিভেশনাল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে বিভাগের প্রধান মাহমুদা সিকদার এর সভাপতিত্বে ও জিল্লুর রহমান পল এর সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপাচার্য প্রফেসর ড.এএইচএম মোস্তাফিজুর রহমান, বিশেষ বক্তা হিসেবে ব্যবসায় প্রাশাসন অনুষদ এর ডীন অধ্যাপক সুব্রত কুমার দে, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র উপদেষ্টা শেখ সুজন আলী, রেজিষ্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীরসহ দুই হল প্রভোস্ট বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকসহ চলচ্চিত্র ও গণমাধ্যম বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১২ কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা।

বক্তারা শিক্ষার্থীদের অদম্য শক্তি নিয়ে এগিয়ে দেশ ও পরিবারের জন্যে কাজ করতে আহ্বান জানান। সেই সাথে কাজ ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার কথাও বলেন অতিথিরা।তাদের জীবনের সফলতার গল্পগুলোও বলেছেন শিক্ষার্থীদের।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি