ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নতুন ডেপুটি গভর্নর আহমেদ জামাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামালকে ডেপুটি গভর্নর হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আহমেদ জামালের বর্তমান চাকরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর উত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ১০ (৪) ধারা অনুসারে যোগদানের তারিখ হতে তার বয়স ৬২ বছর পর্যন্ত অর্থাৎ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

গত ২০১৬ সালের মার্চে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাকে কেন্দ্র করে ড. আতিউর রহমান স্বেচ্ছায় পদত্যাগ করেন। এ ঘটনায় ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানার নিয়োগ বাতিল করে সরকার। পরবর্তীতে ড. কাজী খলীকুজ্জমান আহমেদকে প্রধান করে ডিজি নিয়োগের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের প্রেক্ষিতে ডিজি হিসেবে নিয়োগ পান এস এম মনিরুজ্জামান।

২০১৭ সালে পুনরায় ড. কাজী খলীকুজ্জমান আহমেদকে প্রধান করে ডিজি নিয়োগের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের প্রেক্ষিতে ডিজি হিসেবে আজ নিয়োগ পেলেন আহমেদ জামাল।

আরকে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি