ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবের জন্য ১০টি নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি

প্রকাশিত : ১৯:২৬, ৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২৬, ৬ ফেব্রুয়ারি ২০১৭

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবের জন্য ১০টি নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি। সন্ধ্যায় নামের তালিকা নিয়ে বঙ্গভবনে যান কমিটির সদস্যরা। তবে, সেই তালিকায় কাদের নাম রয়েছে, তা জানায়নি কমিটি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ’সব জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব। পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিতে বিকেল ৩টার পর থেকে একে একে আসতে থাকেন সার্চ কমিটির সদস্যরা। বিকেল চারটার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বসে কমিটির ৪র্থ ও শেষ বৈঠক। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সার্চ কমিটির বৈঠক চলে ১ ঘন্টা ৪৫ মিনিট। পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাংবাদিকদের বলেন, ১০টি নাম চূড়ান্ত হয়েছে। রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের প্রস্তাবনা থেকেই নামগুলো নেয়া হয়েছে বলেও জানান তিনি। তবে, প্রস্তাবিত তালিকায় কাদের নাম রয়েছে তা জানায়নি সার্চ কমিটি। আগামী ৮ ফেব্র“য়ারি চূড়ান্ত নামসহ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ বিভাগের এই অতিরিক্ত সচিব। তবে রাজনৈতিকদলগুলোর প্রস্তাবিত নামগুলো থেকে তালিকা চূড়ান্ত করা হয়েছে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি