ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

নতুন পদ্ধতিতে আইপিও, চরম ক্ষোভের সৃষ্টি (ভিডিও)

মেহেদী হাসান

প্রকাশিত : ১৩:৩৫, ৩০ জুন ২০২১

Ekushey Television Ltd.

নতুন পদ্ধতিতে শুরু হওয়া প্রথম আইপিওতেই বড় ধাক্কা খেলেন সাধারণ বিনিয়োগকারীরা। তবে অসুবিধায় পড়তে হয়নি বড় বিনিয়োগকারীদের। কোটা সুবিধার আওতায় এবারও গুটিকয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠান বাগিয়ে নিয়েছেন লাখ লাখ শেয়ার। আর ৩০ হাজার টাকার বিনিয়োগ করে মাত্র ১৭০ টাকার শেয়ার পেয়েছের সাধারণ বিনিয়োগাকারীরা। সদ্য সমাপ্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আইপিওতে এমন ঘটনা ঘটে। 

আইপিওতে এখন লটারি প্রথা নেই। তাই নিয়ম মেনে আবেদন করলে সবাই পাচ্ছেন শেয়ার। তবে আবেদনের আগে সাধারণ বিনিয়োগকারীর বিও হিসাবে কমপক্ষে ২০ হাজার টাকার বিক্রিযোগ্য শেয়ার এবং আইপিও’র চাঁদা হিসেবে আরও ন্যূনতম ১০ হাজার টাকা থাকতে হয়। সব মিলে একটি আবেদনের খরচ কমপক্ষে ৩০ হাজার টাকা।

সদ্য শেষ হওয়া সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আইপিওতে ৩০ হাজার টাকা বিনিয়োগের বিপরীতে একজন সাধারণ বিনিয়োগকারী পেয়েছেন মাত্র ১৭০ টাকা সমমূল্যের শেয়ার। যা সাধারণ বিনিয়োগকারীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।  

সাধারণ বিনিয়োগকারীরা জানান, প্রথম ভেবেছিলাম যে ভালোই হবে। তবে দেখা যাচ্ছে যে, যার বেশি টাকা আছে সেই মার্কেট থেকে ফায়দা লুটবে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোন লাভ হচ্ছে না। কোটা প্রথা বাদ দিতে হবে।

এদিকে, কোটা সুবিধার কারণে হাতেগোনা কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান আইপিও’র ৪০ শতাংশ বাগিয়ে নিয়েছেন। শেয়ারের সংখ্যায় যা ৭৬ লাখ। অন্যদিকে, কয়েক লাখ সাধারণ বিনিয়োগকারী পেয়েছেন ১০ টাকা মূল্যের মাত্র ১৭টি করে শেয়ার।

বিশেষজ্ঞরা বলছেন, কোটার কারণে এভাবে বঞ্চিত হলে আইপিও’র বাজার থেকে মুখ ফিরিয়ে নেবেন সাধারণ বিনিয়োগকারীরা। 

পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বলেন, ৮০ শতাংশ দেয়া উচিত ছিল ক্ষুদ্র বিনিয়োগকারীদের। এখন নাকি ৬০ শতাংশ, লাখ লাখ বিনিয়োগকারী এ কারণে হতাশ।

তাই বিদ্যমান পরিস্থিতিতে কোটা পদ্ধতি চালু রাখার কোনো যৌক্তিকতা নেই বলে মত এই বিশেষজ্ঞের। 

অধ্যাপক আবু আহমেদ আরও বলেন, কোটা থাকতে হবে কেন? এটা তো মার্কেট সৃষ্টির বিরুদ্ধের জিনিস। এরা আগের কমিশনের সঙ্গে তদবির করে এটা করেছে, এই কমিশন এটাতে হাত দেয়নি। এই কমিশন অন্যায় করেছে।

আইপিও’র বাজার যাতে পুরোপুরি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কব্জায় চলে না যায়, সে বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর পদক্ষেপ চান পুঁজিবাজার সংশ্লিষ্টরা।

ভিডিও-

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি