ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নতুন ভ্যাট আইন কার্যকর হলে জিনিসপত্রের দাম অত্যাধিক বাড়বে

প্রকাশিত : ১০:০২, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০২, ২০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পন্য বিক্রির ওপর মূল্য সংযোজন কর-মূসক ১৫ শতাংশ আরোপ করে নতুন ভ্যাট আইন কার্যকর হলে জিনিসপত্রের দাম অত্যাধিক বাড়বে বলে, মনে করেন ব্যবসায়ীরা। ভ্যাট ৭ শতাংশের বেশী না ধরারও দাবি জানিয়েছেন তারা। এদিকে বড়জোর ১০ শতাংশ ভ্যাট আরোপের পক্ষে মত দিয়েছেন অর্থনীতিবিদরা। তবে অবস্থানে অনড় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। অনেক বছর ধরেই ভ্যাট কাগজে-কলমে ১৫ শতাংশ থাকলেও তা কার্যকর করা হয়নি। বিভিন্ন খাতে বিভিন্ন হারে অঅদায় করা হচ্ছিল। তবে গেল বছর ১৫ শতাংশ ভ্যাট কার্যকরে অর্থমন্ত্রীর কড়া ঘোষণার পর বিক্ষোভে নামে ব্যবসায়ীরা। বিক্ষোভের মুখে অর্থমন্ত্রী ভ্যাট কমানোর আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে ২০১৭ সালের পহেলা জুলাই থেকে ১৫ শতাংশ হারে কার্যকরের ঘোষণা দেন। ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নতুন আইন অনুযায়ী ডিজিটাল পদ্ধতিতে ভ্যাট আদায়কে সমর্থন জানালেও ভ্যাটহার নিয়ে তীব্র আপত্তি। জাতীয় রাজস্ব বোর্ডের যুক্তি, প্রতিবেশী দেশগুলোর ভ্যাটের হার অনেক বছর দুই অঙ্কে থাকলেও তাতে মূল্যস্ফিতির চাপ পড়েনি। কয়েকস্তরে ভ্যাট সংযোজন হয়ে তা ৪৫ শতাংশে গিয়ে ঠেকার শঙ্কাও দেখেন না এই কর্মকর্তা। বাংলাদেশে কাছাকাছি মাথাপিছু আয়ের দেশ ক্যামেরুন ১৯ শতাংশ, কম্বোডিয়া ১০ শতাংশ ভ্যাট কার্যকর রয়েছে। তবে অর্থনীতিবিদ মীর্জা আজিজুল ইসলাম থাইল্যান্ডের ৮ শতাংশ ভ্যাটের উদাহরণ টেনে বাংলাদেশে সর্বোচ্চ ১০ শতাংশ আরোপের পক্ষে। তবে রাজস্ব আয় বাড়াতে গ্রামাঞ্জলের আয়করযোগ্য ব্যক্তি সনাক্ত করে করা আদায় করার পরামর্শও দিয়েছেন এই অর্থনীতিবিদ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি