ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

নতুন ভ্যাট আইন নিয়ে হট্টগোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ৩০ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৮:৩৭, ৩০ এপ্রিল ২০১৭

জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের বাজেট পরামর্শক সভায় নতুন ভ্যাট আইন নিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আবু মোতালেবের দাবি আদায়ে আন্দোলনের হুমকির প্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তা দমনের হুশিয়ারি দিলে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়।
রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পরামর্শক সভায় নতুন ভ্যাট নিয়ে ব্যবসায়ীরা তাদের আপত্তির কথা তুলে ধরেন। একইসঙ্গে ব্যক্তিশ্রেনীর করমুক্ত আয়সীমা সোয়া তিন লাখ টাকা করার প্রস্তাব দেন তারা। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান বলেন, বাজেট কার্যক্রমে এফবিসিসিআই-এর প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি